উষ্ণতার ছোঁয়া ২০২৪

হিমালয়ের কোলঘেঁষা ঠাকুরগাঁও জেলার শীতের তীব্রতা দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে বেশি। আর সেই জন্য আমরা এসএসসি ব্যাচ ২০১৬ শিক্ষার্থীরা মিলে আমাদের সংগঠন “ইয়ুথ১৬” প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি “উষ্ণতার ছোঁয়া ২০২৪”। এই হাড়কাঁপানো শীতে কম্বল ও শিশু বৃদ্ধদের উষ্ণ কাপর বিতরণ করার ইচ্ছে রয়েছে আমাদের। একটি কম্বল আমাদের কাছে হয়তো অতি সামান্য, তবে এই শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একজন শীতার্ত মানুষের কাছে অনেক কিছু।
আমাদের এই “উষ্ণতার ছোঁয়া” ইভেন্টকে বড় পরিসরে সম্পন্ন করতে আপনিও এগিয়ে আসুন। আপনার সামান্য একটু সহায়তা হয়তো একটি শীতার্ত মানুষের প্রচন্ড শীতের কষ্ট থেকে মুক্তি দিতে পারে। এছাড়াও অন্যান্য শীতের অপ্রয়োজনীয় বা পুরোনো পোশাক কেউ দিতে চাইলে ডোনেশন করতে পারেন ।

প্রতিটি লেপের মূল্য ৭০০/= টাকা (সিঙ্গেল সাইজ)

আমাদের শীতবস্ত্র ইভেন্টে অনুদান পাঠানোর মাধ্যমগুলোঃ

Bkash (send money) +8801750-144934

Nagad (send money) +8801750-144934

Upay (send money) +8801737-791651

Rocket (send money) +8801737-791651 8

web: https://portal.youth16.org/event-donation/

প্রয়োজনেঃ
01717-178202 (সভাপতি) | 01737-520433 (সাধারণ সম্পাদক) |

[ আপনার অনুদান পাঠানোর পরে 01750-144934 নাম্বারে কল অথবা এসএমএস দিয়ে অবগত করুন । ]

1 thought on “উষ্ণতার ছোঁয়া ২০২৪”

  1. Pingback: Winter Cloth Distribution 24 Live – Youth16 Portal

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top